নোংরা তেলের ড্রামে মরা তেলাপোকা ও পাউডার প্যাকেট, ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ও ভারতীয় অবৈধ ওষুধ রাখার অপরাধে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় তিন টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (০২ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা শাখা সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকরভাবে ভোজ্য তেল সংরক্ষণ ও মেয়াদ মূল্যবিহীন পন্য বিক্রির অপরাধে উপজেলার চ্যাংখালি রোডে মেসার্স নজরুল স্টোরকে দুই হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য রাখা ও ভারতীয় অবৈধ ওষুধ সংরক্ষণ করার অপরাধে মেসার্স আলম মেডিকেল হলকে ১৫ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে মেসার্স জনি মেডিকেল হলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
সবাইকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে অনুরোধ করা হয়।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।
খুলনা গেজেট/এমএইচবি