খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

জীবননগরে ভুয়া পুলিশ গ্রেপ্তার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্য পরিচয়দানকারী নাজমুল হুসাইন (৩৯) নামে এক ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে জীবননগর থানা পুলিশ। সোমবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার হাসাদাহ বাজার থেকে ওই ভুয়া পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।এসময় একটি মোবাইল ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত, লক্ষীপুর জেলার রায়পুর থানার দেবীপুর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে।

পুলিশ জানান, গত সোমবার নাজমুল হুসাইন তার ব্যবহৃত মুঠোফোন নম্বর দিয়ে জীবননগর উপজেলার কন্দপপুর গ্রামের মিরাজুল ইসলামকে কল করে বলে যে, আমি নারায়ণগঞ্জ পিবিআই এর একজন পুলিশ অফিসার। আপনার এই নাম্বারটি এনআইডি দিয়ে তোলা,আপনি মাদক ব্যবসায়ীর সঙ্গে জড়িত। আমি ২/১ দিনের ভিতরে তদন্তের জন্য আপনার বাড়িতে আসবো।আপনি আপনার ব্যবহৃত সিমটি তুলে রাখবেন। অতপর সোমবার চারটার দিকে আসামি নাজমুল তার বাড়ীতে এসে সিমটি নিয়ে নেয়।

এসময় তার কথাবার্তায় সন্দেহজনক মনে করে মিরাজুল ইসলাম জীবননগর থানাধীন হাসাদাহ ক্যাম্পের পুলিশকে জানান। ক্যাম্পের অভিযান ডিউটিতে থাকা এসআই (নিঃ)/মোঃদিদারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাজমুলকে জিজ্ঞাসাবাদ করলে সে ভুয়া পুলিশ স্বীকার করলে তাকে গ্রেপ্তার করে জীবননগর থানায় নিয়ে আসেন।

রাতে সাড়ে এগারোটার দিকে বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, ভূয়া পুলিশ পরিচয় দানকারী নাজমুল হুসাইন নামের একজন সাধারণ জনগণকে অসৎ উদ্দেশ্যে হেনস্তা করার অপরাধের তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!