খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বেতনের সাথে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় আজ মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের
  ঢাবির প্রো-ভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

জীবননগরে বোমা সাদৃশ্য বস্তু বিস্ফোরণ, যুবক আহত

জীবননগর প্রতিনিধি

জীবননগর পৌর এলাকার সুবলপুরে সদ্য অনুষ্ঠিত পৌর নির্বাচনে বিজয়ীদের দায়িত্বভার গ্রহন শেষে বিজয়ী কাউন্সিলরের কর্মী সমর্থকেরা পরাজিত প্রার্থীর কর্মীর দোকানে হামলা চালিয়ে বোমা সাদৃশ্য বস্তর বিস্ফোরন ঘটিয়ে এক যুবককে আহত করার অভিযোগ উঠেছে। হামলাকারীরা বঙ্গবন্ধুর ছবি ফেলে দিয়ে অবমাননা করেছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতির দুপুরের দিকে সংঘটিত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।

জীবননগর সুবলপুর গ্রামের পশ্চিমপাড়ার সরজত আলী বিশ্বাস বলেন, জীবননগর পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আপেল মাহমুদের পানির বোতল প্রতিকের পক্ষে কাজ করেছিলাম। ওই নির্বাচনে আমাদের প্রার্থী পরাজিত হয়। বৃহস্পতিবার সকালে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব হস্তান্তরের দিন ছিল। বিজয়ী কাউন্সিলর প্রার্থী আপিল উদ্দিনের কর্ম ী সমর্থক বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শফিউদ্দিনের ছেলে নাঈম, নাহিদ, ইমদাদুল হকের ছেলে আওয়াল (৩২) , মধু মন্ডলের বিদ্যুৎ (১৮), ছফুর খানের ছেলে জুলফিক্কার (৩২), লল্টু মিয়ার ছেলে তৌফিক (১৮) ও মুসার ছেলে তোহিদুল (২২) আমার দোকানের সামনে গিয়ে হঠাৎ দোকানের ভিতর তারা অাঁতশবাজি করে বিস্ফোরন ঘটায়। তারা আমার দোকানে প্রবেশ করে মালামাল তছনছ করে এবং আমার নিকট দোকানে প্রবেশ করে মালামাল তছনছ করে এবং আমার নিকট থাকা ৪৫ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়। দোকানে থাকা বঙ্গবন্ধুর ছবিও জুলফিক্কার টান মেরে ফেলে দেয়। পরে তারা আমার ছেলে আলামিনকে(১৮) তাড়া করে নিয়ে গিয়ে মারপিট করে জখম করে।

এ ব্যাপারে বিজয়ী কাউন্সিলর প্রার্থী আপিল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি ঘটনা শুনেছি। তবে আমাকে কোনপক্ষ এখনও পর্যন্ত কোন কিছু জানায়নি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ঘটনার ব্যাপারে আমরা এখনও পর্যন্ত কোন কিছু জানি না। তবে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!