খুলনা, বাংলাদেশ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  কাল ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প
  গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
  বিশিষ্ট ব্যবসায়ী এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন 

জীবননগরে বিধিনিষেধ অমান্য করায় জরিমানা

জীবননগর প্রতিনিধি

করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনে জীবননগরে বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি অমান্য করার অপরাধে তিনটি মামলায় দুই হাজার সাত শ’ টাকা জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।

রবিবার (২৫জুলাই) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহি উদ্দীন অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি মামলায় দুই হাজার সাত শ’ টাকা আদায় করেন বলে জানা গেছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, লকডাউনের আইন অমান্যকারীদের বিরুদ্ধে মেবাইল কোর্টের মাধ্যমে জরিমানা সহ উপস্থিত সকলকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান করা হয়েছে এবং জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ।

 

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!