চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে চাপেলা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নে কালা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত একই গ্রামের মাঝের পাড়া মৃত নুর হকের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় হাত মুখ ধোয়ার জন্য চাপেলা খাতুন নিজ বাড়ির বিদ্যুৎ চালিত মোটরের সুইচ দিতে যায়। বিদ্যুতের সুইচ দেওয়ার সাথে সাথেই সে বিদ্যুৎ স্পষ্টে সেখানে অচেতন হয়ে পড়ে যায়।পরবর্তীতে পরিবারের অন্য সদস্যরা টের পেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
খুলনা গেজেট/কেডি