জীবননগরে ফেনসিডিল ভর্তি পিকআপ সহ যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। বৃহস্পতিবার উপজেলার উথলী বিওপির চেকপোস্টের সামনে থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার যুবক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাহেরপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে আল আমিন।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) উথলী বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক ব্যবসায়ীরা জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করে উথলী বিওপির সামনে দিয়ে পিকআপ করে মাদকদ্রব্য বহন করবে। এর পরিপ্রেক্ষিতে বিজিবির টহলদল উথলী বিওপির চেকপোস্টের সামনে অবস্থা নেয়। এ সময় একটি পিকআপে (ঢাকা মেট্রো-ন-১৯-৮৫৭০) তল্লাশি চালায়। তল্লাশিকালে পিকআপ থেকে ৩৩৯ বোতল ফেনসিডিল, ২০টি প্লাস্টিকের ক্যারেট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় আল আমিনের বিরুদ্ধে জীবননগর থানায় দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড