চুয়াডাঙ্গার জীবননগরে ১ কোটি ৪৩ লাখ (১ কেজি ৮০০ গ্রাম) স্বর্ণ ভাগাভাগির সময় ৩ পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাতে উপজেলার শাহাপুর থেকে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন, জীবননগর উপজেলার বাড়ান্দি গ্রামের মৃত আব্দুল আজিজ খাঁ এর ছেলে শাহাবুদ্দীন (৪৫), ঘুগরাগাছি গ্রামের মৃত আব্দুল কাদের খাঁ এর ছেলে মাজারুল ইসলাম খান পল্টু (৪০), একই গ্রামে মো হাসেম আলী ছেলে আসির উদ্দিন মাষ্টার (৫০)।
ঘটনার সত্যতা স্বীকার করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, শুক্রবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে জীবননগর উপজেলার শাহাপুরে একটি স্বর্ণ চোরকারবারির সদস্যরা অবস্থান করছে। তারা স্বর্ণ ভাগাভাগির সময় নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। দেশীয় অস্ত্র দিয়ে দু’জনকে কুপিয়ে আহত করে ওপর সঙ্গীরা পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশের সদস্যরা তিন জন পাচারকারীর সদস্যসহ ১ কেজি ৮০০ গ্রাম স্বর্ণ আটক করেন। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ টাকা। এদের মধ্যে দু’জন মারাত্মক আহত। তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও জানান, আসামীদের বিরূদ্ধে মামলা প্রক্রিয়াধীন। দলের পলাতক সদস্যদের ধরতে অভিযান চলছে।
খুলনা গেজেট/এনএম