খুলনা, বাংলাদেশ | ১৩ মাঘ, ১৪৩১ | ২৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বেতনের সাথে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় আজ মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের
  ঢাবির প্রো-ভিসির পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজের শিক্ষার্থীদের

জীবননগরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করা হয়।

মেলা উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী বিভাস চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকুনুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইসা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী।

এ ছাড়াও জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ আলী জিন্নাহসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী,উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও কৃষকের উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার। আলোচনা সভার শেষে স্টল পরিদর্শনে করে উপস্থিত অতিথি বৃন্দ।

খুলনা গেজেট/ এসজেড




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!