জীবননগরে করোনা পরিস্থিতি ও পবিত্র রমজান উপলক্ষ্যে ভূর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় সময় উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন খাঁন সুরোদ্দীন, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মনোহর পুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য গোলাম রসূল, জীবননগর পৌর যুবলীগের সভাপতি শাহ আলম শরিফুল ইসলাম ছোটো বাবু, মনোহরপুর ইউনিয়ন পরিষদের সচিব লিয়াকত আলী, মনোহরপুর ইউনিয়ন পরিষদের সদস্য চ্যামেলী খাতুন, টিসিবি’র ডিলার সাগর ও শরিফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশ ব্যাপী ১ কোটি পরিবারকে ভূর্তুকি মূল্যে টিসিবির নিত্যপণ্য সামগ্রী বিতরণের পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মনোহরপুর ইউনিয়নে ৪২৮টি পরিবারের মধ্যে টিসিবির পন্য বিক্রি করা হবে। ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রথম পর্যায়ে চিনি, ডাল ও তেল বিক্রি করা হবে। ৩ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে এসব পণ্যের সঙ্গে ছোলা, পেঁয়াজ ও খেজুর যুক্ত করে বিক্রি করা হবে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে একটি পরিবার প্রথম পর্যায়ে ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও ২ লিটার তেল কিনতে পারবেন। প্রতি লিটার তেলের মূল্য হবে ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও প্রতি কেজি মসুরের ডালের দাম ধরা হয়েছে ৬৫ টাকা। অর্থাৎ একজন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪৬০ টাকায় ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুরের ডাল নিতে পারবেন।