খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

জীবননগরে জাতীয় শোক দিবস পালিত

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার(১৫আগষ্ট) সকাল ৭টা থেকে দিবসটি উপলক্ষে উপজেলা জুড়ে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর,উপজেলা নির্বাহী অফিসার আরিফুর ইসলাম, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান,উপজেলার সহকারী কর্মকর্তা(ভূমি) মোঃ মহিউদ্দিন, জীবননগর থানা আওয়ামলীগের সভাপতি গোলাম মোর্তুজা,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,পৌর মেয়র রফিকুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী,বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলু,পৌর যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম ছোট বাবু,সাধারণ সম্পাদক মজিবুর রহমান,জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)সাইফুল ইসলাম,জীবননগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলী আকতার, স্বেচ্ছাসেবী সংগঠন জীবননগর বন্ধু ফাউন্ডেশনের সভাপতি মিঠুন মাহমুদ।

এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া আলোচনা সভা ও  রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!