করোনা ভাইরাস সংক্রমণ রোধে চুয়াডাঙ্গার জীবননগরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত উপজেলা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
সভায় করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর করতে উপজেলা প্রশাসনের ভূমিকা প্রশংসিত হয় এবং লকডাউন কার্যকর করতে আরও অনেক কার্যকরী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।
এছাড়াও করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে সরকারের বরাদ্দকৃত ত্রাণসামগ্রী সঠিকভাবে বণ্টন করার জন্য জনপ্রতিনিধিদের নির্দেশ প্রদান করা হয়।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি’র লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো.হাফিজুর রহমান হাফিজ, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)মো. সাইফুল ইসলাম, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল।
এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও বিজিবি’র কর্মকর্তা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টি আই