খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ

জীবননগরে ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

কালের বিবর্তনে গ্রাম বাংলা থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ির ব্যবহার। সেই সাথে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতাও। শনিবার সকালে গ্রাম বাংলার সেই ঐতিহ্যকে লালন করতে এবং নতুন প্রজন্মকে জানাতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামে অনুষ্ঠিত হয় গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা।

গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানে হাজার হাজার নারী, পুরুষ, শিশু দর্শক উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন। এসময় সেখানে এক ধরণের উৎসবের আমেজ সৃষ্টি হয়। এ প্রতিযোগিতা এক প্রকার আনন্দ মেলায় রুপ নেয়। আশেপাশের স্টলগুলোতে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছিল। স্টলগুলো খেলায় বাড়তি আকর্ষণ সৃষ্টি করে।

প্রথমবারের মত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আশেপাশের জেলা থেকে ৫০ টি গরুর গাড়ি প্রতিযোগিতায় অংশ নেয়। শুক্রবার সকাল থেকে শুরু হয়ে এ খেলা সন্ধ্যা পর্যন্ত চলে। খেলা শুরুর আগে থেকে হাজার হাজার দর্শক মাঠে জড়ো হয়। এলাকার রাস্তাগুলোতে নারী-পুরুষ ও শিশুদের ছিল উপচে পড়া ভিড়। এ প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় মেয়ে-জামাই ও দুর-দুরান্তের আত্মীয়-স্বজনেরা এক-দু’দিন আগেই চলে আসায় এলাকায় উৎসবের আমেজ চলে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী গাড়েয়ালকে ২৪ ইঞ্চি এলইডি এবং দ্বিতীয় স্থান অধিকারী গাড়োয়ালকে একটি বাইসাইকেল পুরস্কার দেয়া হয়। খেলাটি উদ্বোধন করেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্তুজা।

এসময় উপস্থিত ছিলেন বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, জীবননগর পৌরসভার কাউন্সিলর আতিয়ার রহমান, সাখাওয়াত হোসেন ফরজ, খেলা পরিচালনা কমিটির সভাপতি খায়রুল ইসলাম, সম্পাদক শাহাব উদ্দিন, ইউপি সদস্য আব্দুল মান্নান, মহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মেহেদী হাসানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শত শত দর্শক গরুর গাড়ীর দৌড় প্রতিযোগিতা উপভোগ করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!