খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫
  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১

জীবননগরে আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত

জীবননগর প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা পালিত হয়েছে।
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জীবননগর বহুমুখী থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনারে রাত ১২টা ১মিনিটে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,মুক্তিযোদ্বা সংসদ, পৌরসভা, জীবননগর উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জীবননগর প্রেস ক্লাব,জীবননগর সাংবাদিক সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পমালা অর্পণ করে।

এদিন সকাল ৮টার সময় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে জীবননগর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে উপজেলা পরিষদ থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে
উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান, পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ হুমায়ন কবির,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা,মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্রের পঃপঃ কর্মকর্তা ডাঃ সেলিমা আক্তার,জীবননগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলী আকতার প্রমুখ।

আলোচনা সভা শেষে কবিতা আবৃতি,ছবি অংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!