চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার একটি মুদি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার আলীপুর রাখালশাহ মাজারের পাশে সাকিল স্টোর নামের একটি মুদি দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছেন ভুক্তভোগী।
স্থানীয় লোকজন বলেন, ফজরের নামাজের সময় তারা সাকিলের দোকন থেকে ধোয়া বের হতে দেখেন৷ এ সময় সাকিলকে খরব দেন। এদিকে খবর পেয়ে জীবননগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জীবননগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইলটা মো. ফজলুর রহমান বলেন, আমরা জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ভোর সাড়ে ৫টার দিকে আগুনের খবর জানতে পারি। আমরা গিয়ে দোকানের তালা ভেঙে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি। দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে। কিছু মালামাল উদাহরণ করা হয়েছে।
ফজলুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্তের পর এ বিষয়ে সঠিক তথ্য জানা যাবে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, অগ্নিকান্ডের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী। তারা সন্দেহজনকভাবে একজনের নাম উল্লেখ করেছেন। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।