খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫
  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১

জীবননগরে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

জীবননগর প্রতিনিধি

করোনায় ঘরবন্দী অসহায় মানুষের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ১৪০টি অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০শে এপ্রিল) বেলা সাড়ে ১২টার সময় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে সেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজ কল্যাণ সংস্থার বাস্তবায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ইফতার-সেহরির খাদ্য সামগ্রী হিসেবে ৮ কেজি চাল, এক কেজি ডাল,এক কেজি তেল, এক কেজি ছোলা, এক কেজি মুড়ি, এক জি আটা, এক কেজি পেয়াজ, এক কেজি চিনি, সাবানসহ নিত্য প্রয়োজনীয় ১২টি খাদ্য পণ্য প্রত্যেক অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।

করোনাকালে উপহার সামগ্রী পেয়ে খুশি হয়ে সংস্থাটিকে ধন্যবাদ জানান অসহায় মানুষেরা।

শিকড় সমাজ কল্যাণ সংস্থার চুয়াডাঙ্গা জেলা কমিটির সহ-সভাপতি চাষী রমজানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শিকড় সমাজ কল্যাণ সংস্থার যুগ্ন সাধারন সম্পাদক ও মাই টিভির জীবননগর উপজেলা প্রতিনিধি মিঠুন মাহমুদ, শিকড় সমাজ কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ হোসাইন আহম্মেদ সদস্য মফিজুল ইসলাম,তুহিনুজ্জামান,রমজান হোসেন,লাবনী,মিম,ওমর ফারুক,বাদশা,নিলয় প্রমুখ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!