খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

জিয়াউর রহমান অবিস্মরণীয় মহান নেতা : মঞ্জু

গেজেট ডেস্ক

জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় মহান নেতা। শহীদ জিয়া প্রবর্তিত ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকিয়ে রাখার অবিনাশী দর্শন। শহীদ জিয়ার জন্মদিনে তার প্রদর্শিত পথেই আমরা স্বৈরাচারী অগণতান্ত্রিক শক্তির থাবা থেকে মুক্ত হবো ও গণতন্ত্র ফিরে পাবো। আর এর জন্য সর্বশক্তি দিয়ে ‘গণতন্ত্রের মা’ গৃহবন্দী দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নগরীর কেডিএ এভিনিউস্থ (তেঁতুলতলা মোড়) সোনাডাঙ্গা থানা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনার উদ্যোগে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাস্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ১৯ জানুয়ারি ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্বকালে কথাগুলো বলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

তিনি আরও বলেন, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ফিরিয়ে আনা এবং মানুষের হারানো মৌলিক ও মানবাধিকার পুনরুদ্ধার করতে জিয়াউর রহমানের সৈনিক ও রাজনৈতিক জীবনের সততা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের আর্দশ ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগন সরকারকে প্রত্যাখান করেছে। তিনি খুলনাসহ দেশের সকল নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া মাদার অব ডেমোক্রেসি বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা ও আগামী দিনের রাস্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল গফ্ফার।

খুলনা মহানগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক সিরাজুল হক নান্নুর পরিচালনায় অনুষ্ঠানে দোয়া করেন মাওলানা আব্দুল গফ্ফার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, শেখ ইকবাল হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, ইশতিয়াক উদ্দিন লাভলু, কাজী শফিকুল ইসলাম শফি, শামসুজ্জামান চঞ্চল, ইশহাক তালুকদার, শেখ জামিরুল ইসলাম জামিল, ওমর ফারুক, রফিকুল ইসলাম শুকুর, রবিউল ইসলাম রবি, মহিউদ্দিন টারজান, তৌহিদুল ইসলাম খোকন, আব্দুর রব মুন্সি, লিটু পাটোয়ারী, আলমগীর হোসেন আলম, সৈয়দ গাজী, গাজী মিজানুজ্জামান তাজ, মোস্তফা জামান মিন্টু, নাহিদ আল মামুন, সায়মুন ইসলাম রাজ্জাক, আলমগীর ব্যাপারী, ইকবাল হোসেন, শামীম আশরাফ, গোলাম নবী ডালু, সেলিম বড় মিয়া, শামীম খান, আব্দুল হাকিম, নুরে আব্দুল্লাহ, শাহাবুদ্দিন আহমেদ, ওহাব শরীফ, সাখাওয়াত হোসেন, রাজিবুল আলম বাপ্পি, খায়রুল বাশার, কাজী সেলিম হোসেন, পারভেজ মোড়ল, মিজানুজ্জামান মিজান, আসাদুজ্জামান সানা, সালাউদ্দিন সান্নু, আবুল বাসার, এস এম আলমগীর হোসেন, আসমত হোসেন, এ আর রহমান, শেখ জাহাঙ্গীর হোসেন, কবির বিশ^াস, শাহআলম, তছির উদ্দিন, শাহনেওয়াজ, আবু দাউদ খান, ফারুক আকন, জাফর হাওলাদার, বাকী বিল্লাহ, খান মারুফ হোসেন, কামরুল বিশ^াস, শামীম রেজা, ইমরান হোসেন, মনিরুজ্জামান মনি, শেখ সাজ্জাত হোসেন, শেখ রুহুল আমিন, আব্দুল আজিজ ডাবলু, আব্দুল জব্বার, হারুন মোল্লা, মারুফ হোসেন, শেখ টুটুল, আলামিন অনিক, মারুফ হোসেন ইমন, মেহেদী হাসান সৈকত, সরদার ফিরোজ, জামান হোসেন চৌধুরী, আবু হোসেন আবু, শহিদুল ইসলাম প্রমুখ। – খবর বিজ্ঞপ্তির।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!