খুলনা সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৬ষ্ঠ সভা আজ সোমবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মো: ফিরোজ সরকার। ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক)(২) মোতাবেক স্থানীয় সরকার বিভাগ কর্তৃক এ কমিটি গঠন করা হয়।
সভার শুরুতে কেসিসি প্রশাসক উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে বলেন, বৃষ্টির পানি দ্রুত নিস্কাশনের বিষয়ে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। এছাড়া শিববাড়ি চত্বরে জিয়া হল কমপ্লেক্স নির্মাণের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। জিয়া হল কমপ্লেক্স এবং জলাশয় সংরক্ষণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কাজ দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভায় জিয়া হল কমপ্লেক্স নির্মাণ এবং প্রাকৃতিক খাল, জলাশয় সংরক্ষণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প দু’টির সম্ভাব্যতা যাচাই ও ডিপিপি প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠনের পাশাপাশি সম্ভাব্যতা যাচাইকল্পে দ্রুত সময়ের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সহযোগিতা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় মহানগরীতে রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক গৃহীত ‘‘ক্লাইমেট রিজিলিয়েন্ট ক্লীন সিটি’’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, ‘‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট (২য় পর্যায়)’’ বাস্তবায়নে নিয়োজিত পার্টনার এনজিও’র কার্যকাল সমাপ্তির পর প্রজেক্টের কার্যক্রম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের মাধ্যমে চলমান রাখা, ট্রেড লাইসেন্স সেবা বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সাথে সংযুক্তকরণ, দ্রুত পানি নিস্কাশনের সুবিধার্থে দশগেট স্লুইচ গেট হতে রায়েরমহল স্লুইচ গেট পর্যন্ত ময়ূর নদের তলদেশের বর্জ্য-আবর্জনা অপসারণ এবং ‘‘খুলনা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন’’ শীর্ষক প্রকল্পের আওতায় গ্যারেজ নির্মাণের লক্ষ্যে আরো কিছু জমি অধিগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম-এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহানসহ কেএমপি, খুলনা ওয়াসা, কেডিএ, মোংলা বন্দর কর্তৃপক্ষ, এলজিইডি, স্বাস্থ্য বিভাগ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, পরিবেশ অধিদপ্তর, বিআইডব্লিউটিএ, প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কার্যালয়ের প্রতিনিধিসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্তগণ সভায় উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এসএস