খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ফেনীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত
  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড থেকে খালাস পেলেন খালেদা জিয়া
  বাংলাদেশি আর্থিক কেলেঙ্কারিতে মন্ত্রীর পদ ছাড়লেন টিউলিপ

জিম্বাবুয়ে সফর করা দু’নারী ক্রিকেটারের ‘ওমিক্রন’ কিনা দেখছে স্বাস্থ্য অধিদফতর

ক্রীড়া ডেস্ক

জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত কি না এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। তিন দফা পরীক্ষার পর গতকাল সন্ধ্যায় আবারও তাদের নমুনা নিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

তিনি বলেন, দুই নারী ক্রিকেটারের শরীররে করোনার কোনো উপসর্গ নেই। তাদের দুই জনকেই হোটেল সোনারগাঁওয়ে একই রুমে রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় আবারও তাদের নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর। পরীক্ষা নিরীক্ষার পরই বলা যাবে সেটি ওমিক্রন কি না।

এর আগে গতকাল রাতে সাংবাদিকদের স্বাস্থ্য মহাপরিচালক বলেন, গত ১ ডিসেম্বর জাতীয় মহিলা ক্রিকেট দল জিম্বাবুয়ে থেকে ফিরে আসে। তাদের সবাইকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে পাঠানো হয়েছে। এরপর গত ১, ৩ এবং ৫ ডিসেম্বর তিন দফায় তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। তৃতীয় টেস্টের পর আজ দুই খেলোয়াড়ের পজিটিভ পাওয়া গেছে।

খুরশীদ আলম বলেন, নারী ক্রিকেট দলের সবাই আইসোলেশনে রয়েছেন। আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি (আইএইচআর) ও স্বাস্থ্য অধিদফতরের দুই কর্মকর্তা সন্ধ্যায় সোনারগাঁও পরিদর্শন করেছেন। তারা আরটি পিসিআর পজিটিভ খেলোয়াড় এবং দলের সঙ্গে কথা বলেছেন।

করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রনের’ কারণে স্থগিত হয়ে যায় জিম্বাবুয়েতে মেয়েদের বিশ্বকাপ বাছাই। যেখানে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বিশ্বকাপে পা রেখেছে বাংলাদেশের মেয়েরা। আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। সেখানে টাইগ্রেসরা খেলবে প্রথমবারের মতো।

খুলনা গেজেট/ টি আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!