খুলনা, বাংলাদেশ | ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
  বন্ধ হয়ে গেল নভোএয়ারের ফ্লাইট

জিম্বাবুয়ের পর আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। তবে এরপর খুব বেশি বিশ্রামের সুযোগ নেই। চলতি মাসেই আছে পাকিস্তান সফর। এর আগে আরও এক অ্যাসাইনমেন্ট এসে দাঁড়িয়েছে নাজমুল হোসেন শান্তর দলের সামনে। চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলতে হবে বাংলাদেশকে।

চলতি মাসের শেষ দিকে আমিরাতের বিপক্ষে সিরিজটা দুই টি-টোয়েন্টির। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। ১৭ মে প্রথম ম্যাচ খেলে ও ১৯ মে সিরিজের শেষ ম্যাচটি খেলবে দুই দল। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে প্রতিটি খেলা। আজ এক বিবৃতিতে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন।

গত তিন বছরের মধ্যে এটি হবে আমিরাতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপের ঠিক আগে দুবাইয়ে দুই ম্যাচের একটি সিরিজ খেলেছিল এই দুই দল। সেই সিরিজটিতে বাংলাদেশ ২-০ ব্যবধানে জিতেছিল।

যৌথ সে বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশ দল আবারও ইউএই সফর করছে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারা সবসময়ই গুরুত্বপূর্ণ। এটির আয়োজন করায় আমরা এমিরেটস ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই।’

তিনি আরও যোগ করেন, ‘এই ম্যাচগুলো আমাদের দলকে ব্যস্ত আন্তর্জাতিক সূচির আগে, বিশেষ করে এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ আসরের প্রস্তুতির একটি ভালো সুযোগ করে দেবে। একই সঙ্গে এটি দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক আরও দৃঢ় করবে এবং দর্শকদের জন্যও উপভোগ্য হবে বলে আমরা আশাবাদী।’

এদিকে এই সিরিজ খেলেই বাংলাদেশ পা রাখবে পাকিস্তানে। সেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন নাজমুল হোসেন শান্তরা। সেই সিরিজ খেলে দেশের মাটিতে ভারতকে আতিথ্য দেবে বাংলাদেশ। এরপর আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ, আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এই টুর্নামেন্টটি ভারতের আয়োজনের কথা ছিল। তবে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির কারণে সেটি নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। সে টুর্নামেন্ট এখন হাইব্রিড ফরম্যাটে হবে, নাকি হবে অন্য কোথাও, সেটাই এখন দেখার বিষয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!