ইউরোপের দেশ জার্মানির পশ্চিমাঞ্চলীয় ম্যানহেইম শহরে জনতার ভিড়ের মাঝে দ্রুতগতির গাড়ি ঢুকে পড়ার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ২৫ জন। সোমবার (৩ মার্চ) ম্যানহেইমের ব্যস্ত একটি এলাকায় এই ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
ম্যানহেইম পুলিশের একজন মুখপাত্র বলেছেন, জনতার ভিড়ে উঠে যাওয়া গাড়িটির চালককে আটক করা হয়েছে। এই ঘটনার সঙ্গে অন্য সন্দেহভাজনরা জড়িত আছেন কি না, তা পরিষ্কার নয়। নগরীর কেন্দ্র এড়িয়ে চলার জন্য লোকজনের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ঘটনাস্থলে লোকজনকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে এবং কমপক্ষে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চেতনা ফেরানো হয়েছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদপত্র বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহেইমে গাড়িচাপার ঘটনায় দু’জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
ড্রাইভার ইচ্ছাকৃত গাড়ি চালিয়ে দিয়েছেন কি না অথবা জার্মানির কার্নিভাল উদযাপনের সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক আছে কি না তা স্পষ্ট নয়। স্থানীয় সংবাদমাধ্যম ম্যানহেইম টোয়েন্টি ফোর বলেছে, শহরের কেন্দ্রে অবস্থিত প্যারেডপ্ল্যাটজ স্কয়ার থেকে ওয়াটার টাওয়ারের দিকে যেতে থাকা লোকজনের ওপর কালো রঙের একটি গাড়ি দ্রুতগতিতে আঘাত হেনেছে।
গত বছরের ডিসেম্বরে দেশটির ম্যাগডেবুর্গে ও গত মাসে মিউনিখে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার প্রাণঘাতী ঘটনা ঘটে। ২০২৪ সালের মে মাসে ম্যানহেইমে ছুরিকাঘাতের ঘটনাও ঘটেছিল। এই ধরনের কয়েকটি সহিংস হামলার পর দেশটিতে নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র: রয়টার্স
খুলনা গেজেট/এএজে