খুলনা ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। থানা পুলিশ মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার জামিরা ইউনিয়নের জামিরা বাজার এলাকা থেকে আওয়ামী লীগের সভাপতি শাহাদাৎ বিশ্বাস (৫৮) কে গ্রেফতার করে। তিনি ফুলতলার পিপরাইল গ্রামের মৃত শামসুর রহমান বিশ্বাসের পুত্র।
ফুলতলা থানার ওসি জিল্লাল হোসেন আওয়ামী লীগের জামিরা ইউনিয়ন সভাপতিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করে বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শাহাদাৎ বিশ্বাসকে জামিরা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
খুলনা গেজেট/এমএনএস