খুলনা, বাংলাদেশ | ১০ মাঘ, ১৪৩১ | ২৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মধ্যরাতে কেঁপে উঠলো দেশ, দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

জামিন পেলেও মুক্তি পাননি রিজভী

গেজেট ডেস্ক

সব মামলায় জামিনে থাকার পরও কারাগার থেকে মুক্তি পাননি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সর্বশেষ মঙ্গলবার (১৮ এপ্রিল) গোপালগঞ্জে দায়ের করা এক মানহানি মামলায় জামিন পান তিনি। এ নিয়ে প্রায় অর্ধশতাধিক মামলার সবগুলোতে জামিন লাভ করেন রিজভী। ফলে কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে কারাগারে স্বামীকে আনতে যান রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম। তবে তাকে কারাগারের ভেতরে যেতে দেওয়া হয়নি। বাইরে দীর্ঘ সময় অপেক্ষা করে তিনি রাত ৮ টার দিকে বাসায় ফেরেন।

তিনি সাংবাদিকদের বলেন, গোপালগঞ্জের মামলায় জামিনের পর জামিনের আদেশ ইমেইলের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয় বলে আমরা নিশ্চিত হয়েছি। কিন্তু কেন্দ্রীয় কারাগার থেকে জানানো হয় যে, জামিননামার মূলকপি লাগবে। তা না হলে জামিন হবে না।

রিজভীর স্ত্রী আরও বলেন, ডিজিটাল যুগেও যদি মূলকপি দেখিয়ে মুক্ত হতে হয় তাহলে এমন ডিজিটালের প্রয়োজনটা কী? এছাড়াও, মানসিক হয়রানির অভিযোগ তোলেন তিনি।

প্রসঙ্গত, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই দিনই বিএনপি অফিসে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। সে সময় রুহুল কবির রিজভীকেও আটক করে কারাগারে নেওয়া হয়। সম্প্রতি তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি কারাগারে যাওয়ার আগে দলের বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সঙ্গে নিয়মিত কথা বলতেন। বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ও হামলা-মামলা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করতেন রিজভী।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!