ধর্ষণ মামলায় জামিনে বের হবার পরদিনই ধর্ষণের শিকার শিশুসহ তার স্বজনদের নামে মামলা করেছে ধর্ষক। যশোরের মণিরামপুর পৌরশহরের আলোচিত কথিত পার্ক মালিক আব্দুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
বাড়িতে কেউ না থাকার সুযোগে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে ভয়-ভীতি দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে আসছিল আব্দুর রহমান। তিনি পৌর এলাকার তাহেরপুর গ্রামের গোলাম রসুলের ছেলে।
এক পর্যায়ে নির্যাতনে শিকার শিক্ষার্থী মুখ খুললে স্বজনরা থানা পুলিশের শরণাপন্ন হন। নির্যাতনের শিকার শিক্ষার্থীর বাবার দায়ের করা মামলায় গত ২৪ ফেব্রুয়ারি আব্দুর রহমানকে পুলিশ আটক করে।
ভূক্তভোগী ওই শিক্ষার্থীর স্বজনরা জানান, দীর্ঘদিন হাজতবাসের পর আব্দুর রহমান গত ১৩ এপ্রিল কারাগার থেকে জামিনে বের হন। এরপর দিনই নির্যাতনের শিকার ওই শিক্ষার্থী, তার বাবা ও মামা-মামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে আব্দুর রহমানকে মারপিট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ধর্ষণের মামলা থেকে রেহাই পেতে ভিকটিম পরিবারকে চাপে রাখতে ধুরন্ধর আব্দুর রহমান এ মামলা করেছেন বলে ভিকটিমের স্বজনদের অভিযোগে জানিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এমরান হোসেন জানান, গত ১৪ এপ্রিল অভিযোগটি পেয়ে তিনি তদন্তে শুরু করেছেন। তদন্তে প্রাথমিকভাবে তিনি মনে করছেন আব্দুর রহমানের অভিযোগটি সঠিক নয়, ভিত্তিহীন।
খুলনা গেজেট/ এস আই