তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জামায়াতে ইসলামী আইনগতভাবে নিষিদ্ধ দল নয়। তাদের নিষিদ্ধও করা হয়নি। রাজনৈতিক দল হিসেবে সমাবেশের জন্য আবেদন করেছিল জামায়াত। সেজন্য তাদের অনুমতি দেওয়া হয়েছে।’
আজ রোববার (১১ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘যেকোনো রাজনৈতিক দল সমাবেশ করতে পারে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হলে তাদের সভা-সমাবেশ করার অধিকার থাকে না। যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না হয়, তারা সভা-সমাবেশ করার অধিকার রাখে।’
জামায়তে ইসলামীর সমাবেশে দেওয়া নেতাদের বক্তব্যের সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, ‘জামায়াতের সমাবেশ থেকে যেভাবে আস্ফালন করা হয়েছে, এগুলো আসলে জামায়াতের বক্তব্য নয়; বিএনপির বক্তব্য। তারা নির্বাচন প্রতিহত করার কথা বলেছে।’
খুলনা গেজেট/এনএম