খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন
  চাঁদপুরে মালবাহী জাহাজ থেকে ৭ মরদেহ উদ্ধার ; মুমূর্ষু ১
  ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রূপসায় কেন্দ্রীয় জামায়াত নেতা হামিদুর রহমান

‘জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মাওলানা হামিদুর রহমান আজাদ বলেছেন গুম খুন এবং অপরাজনীতির কারনে আওয়ামীলীগ কে দেশ ছাড়তে হয়েছে। বিগত সরকার এদেশের মানুষের মৌলিক অধিকার হরন করে গনতন্ত্রকে বিনষ্ট করেছিলো। তাদের অত্যাচার ও নির্যাতনের কারনে ক্ষমতা হারানোর পর দেশ থাকতে সাহস না পেয়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সাবেক প্রধানমন্ত্রী।

তিনি শুক্রবার (২২ নভেম্বর) সকালে রূপসা উপজেলার রূপসা রেলস্টেশন মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্দ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসি নয়, তারা সর্বদা শান্তি শৃঙ্খলা এবং নবী করিমের আদর্শে অনুপ্রানিত হয়ে দেশ সেবার কাজে সদা জাগ্রত থাকবে।বিগত সরকার বার বার জামায়াতে ইসলামকে নিষিদ্ধ সহ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেও আমাদের ঐক্যবদ্ধতা নষ্ট করতে পারে নাই। জামায়াতে ইসলামী কখনো অন্য কোন রাজনৈতিক দলের দ্বারস্থ হয় নাই বরং বাংলাদেশের বৃহৎ দলই আমাদের কাছে এসেছে সরকার গঠনের জন্য।

তিনি আরও বলেন বিগত সময়ে মানুষ তাদের পছন্দ মত ব্যক্তিকে ভোট দিতে পারেনি। আগামী নির্বাচন নিয়ে কোনো প্রকার ছল চাতুরী করলে বাহ নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করলে এদেশের জনত কোনো ভাবে মেনে নিবে না। তিনি নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দীস আব্দুল খালেক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরষিদ সদস্য, সহকারী খুলনা অঞ্চল পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা শাখার আমীর মাওলানা এমরান হুসাইন, খুলনা জেলা শাখার নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, খুলনা জেলা শাখার সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান।

রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হাবিবুল্লাহ ইমনের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা নায়েবে আমীর মাস্টার মো. ফজলুল হক, উপজেলা সহ-সেক্রেটারি মাওলানা মু ইসমাইল হোসেন, ডাঃ মু রেজাউল কবির খান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা শাখার সেক্রেটারি আবু ইউসুফ ফকির, জেলা উত্তরের সমাজসেবা সম্পাদক মু আবু জাফর, অর্থ সম্পাদক শাহাজালাল ইয়ামিনি, জামায়াতে ইসলামী রূপসা উপজেলার অমুসলিম সংগঠনের সভাপতি সদানন্দ বৈরাগী, রূপসা ইসলামী ছাত্র শিবির পূর্ব উপজেলা সভাপতি মু, আল-আমিন শেখ, রূপসা পশ্চিম সভাপতি মু মুরসালিন আকন, রূপসা উপজেলা বায়তুলমাল সেক্রেটারী মু আনোয়ার আলী, উপজেলা তারবিয়্যাত সভাপতি মুফতি মাওলানা মু মহিউদ্দিন, উপজেলা উলামা বিভাগীয় সেক্রেটারী মাওলানা মো. হিকমত আলী শেখ, উপজেলা শ্রমিক সভাপতি মু নাজিম উদ্দিন, উপজেলা ছাত্র ও যুব সভাপতি অধ্যাপক মু আসাদুজ্জামান, উপজেলা মিডিয়া সভাপতি হাফেজ মু জাহাঙ্গীর ফকির, আইচগাতী ইউনিয়ন আমির মোহাম্মদ ইকবাল আমিন, শ্রীফলতলা ইউনিয়ন আমির মোল্লা সেলিম আজাদ, নৈহাটি ইউনিয়ন আমির অধ্যাপক মু, গিয়াস উদ্দিন, টিএসবি ইউনিয়ন আমির হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, ঘাটভোগ ইউনিয়ন সভাপতি মু নাসিম সরদার প্রমূখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!