খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জাপার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এরিক-বিদিশা

গেজেট ডেস্ক

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে এরশাদ ট্রাস্টি বোর্ডের সদস্যরা। এই অনুষ্ঠানে এরশাদের ছেলে এরিক এরশাদের সঙ্গে উপস্থিত ছিলেন তার মা বিদিশাও। বৃহস্পতিবার রাতে ৩৬ পাউন্ড ওজনের কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন এরিক এরশাদ।

ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এসময় ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ ছাড়াও সাবেক সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান মনোয়ার হোসেন, কৃষক শ্রমিক পার্টির সভাপতি সিরাজুল হক, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আকতার হোসেন, আমান উল্লাহ, খোরশেদ আলম, রুবায়েত হোসেন উপস্থিত ছিলেন।

কেক কাটার পর হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ট্রাস্টের পক্ষ থেকে প্রেসিডেন্ট পার্ক আলোকসজ্জা করা হয়।

১৯৮২ সালের ২৪ মার্চ নির্বাচিত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারকে উৎখাতের পর রাষ্ট্রক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। ক্ষমতায় বসার পর প্রথমে জনদল নামে একটি দল এরশাদের পৃষ্ঠপোষকতা পেয়েছিল, যা ছিল তার রাজনীতিতে নামার প্রথম ধাপ। এরপর ১৯৮৬ সালের ১ জানুয়ারি তিনি গড়ে তোলেন জাতীয় পার্টি, যার চেয়ারম্যান তিনি ছিলেন আজীবন।

এদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের ও দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। বিকালে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!