জাতীয় সংসদের বিরোধী দল জাতীয়পার্টির (জাপা) খুলনা বিভাগীয় সাংগঠনিক প্রতিনিধি সভা শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় নগরীর হোটেল ক্যাসল সালামে এ সভা অনুষ্ঠিত হবে। এতে খুলনা বিভাগের সকল জেলা ও মহানগরের সাংগঠনিক ইউনিটের সভাপতি/সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিভাগীয় সভাপতি সাইদুর রহমান টেপা। সম্মানিত অতিথি থাকবেন প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়সহ জাতীয় নেতৃবৃন্দ।
এদিকে, বিভাগীয় সাংগঠনিক প্রতিনিধি সভা সফলে লক্ষ্যে শুক্রবার সন্ধ্যায় ডাকবাংলাস্থ পার্টির কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু’র সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সস্পাদক এম হাদিউজ্জামান, ইসমাইল খান টিপু, এসএম এরশাদুজ্জামান ডলার, মোড়ল জিয়াউর রহমান, এ্যাড. এসএম মাসুদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, জিএম বাবুল, শাহ জাহান আলী সাজু, রহমত আলী খান, শেখ সাদী, শাহ্ লায়েক উল্লাহ, প্রিন্স হোসেন কালু, ফরিদা ইয়াসমিন, গাজী খোকন, সফিকুল ইসলাম বাচ্চু, এজাজ আহমেদ, ওয়াসিকুল বারি রাজীব, মাজাহার জোয়ার্দ্দার পান, অপূর্ব দত্ত নেকু, কবির হোসেন, গাজী মোশারেফ হোসেন, মোঃ শাহাবুদ্দিন শেখ ও মোঃ হারুন শেখ প্রমুখ।
কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু বলেন, সংগঠনকে চাঙ্গা করতেই প্রতিনিধি সভায় খুলনা বিভাগের প্রতিটি ইউনিট সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্দেশণা দেয়া হবে। জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে জনগনের প্রতি আমাদের দায়বদ্ধতাও রয়েছে; সে সব বিষয়ে নেতাকর্মীদের জানানো হবে।
খুলনা গেজেট/এআইএন