খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট
  চাঁদপুরে জাহাজে ৭ জনকে হত্যা: আসামি ইরফান ৭ দিনের রিমান্ডে

জাপানকে হারিয়ে স্পেন-জার্মানির গ্রুপ জমিয়ে দিলো কোস্টারিকা

ক্রীড়া প্রতিবেদক

কাতার বিশ্বকাপের মঞ্চে ‘ই’ গ্রুপের চার দলের মধ্যে মোস্ট ফেভারিট ছিল জার্মানি এবং স্পেন। বাকি দুই দল কোস্টারিকা এবং জাপান সহজেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে বলে মনে হচ্ছিল। তবে এবারের আসরে আটটি গ্রুপের মধ্যে ‘ই’ গ্রুপের চার দলের মধ্যকার লড়াই বেশ ভালোভাবেই জমে উঠেছে।

জার্মানির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া জাপান দ্বিতীয় ম্যাচে এসে হেরে মাঠ ছাড়ল। এশিয়ার দেশটি লাতিন আমেরিকার দল কোস্টারিকার কাছে ১-০ গোল ব্যবধানের হার নিয়ে মাঠ ছেড়েছে। এই জয়ে গ্রুপের তিন দল সমান ৩ পয়েন্ট নিয়ে ভালোই লড়াইয়ে আছে। এবার স্পেনের বিপক্ষে জার্মানি জিতলেই এই গ্রুপের চার দলের কে পরের রাউন্ডে উঠবে সেটির জন্য অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত।

কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে এদিন অবশ্য ভালো খেলছিল জাপান। ম্যাচে তাদের হারটাই বরং দুর্ভাগ্যের ছিল। পুরো ম্যাচে ৫৭ শতাংশ বল দখলে রাখা জাপান আক্রমণ করেছে ১৩টি। এরমধ্যে ৩টি শট গোলমুখে রেখেছে। তবে কোনো গোলই পায়নি জাপান।

অন্যদিকে পুরো ম্যাচে ৪ আক্রমণ করে ১টি মাত্র শট গোলমুখে রেখে তাতেই নিজেদের জয় নিশ্চিত করে ফেলেছে কেইলর নাভাসের দল। ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল এসেছে ম্যাচের ৮১তম মিনিটে কোস্টারিকার কেশের ফুলারের পা থেকে।

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!