খুলনা, বাংলাদেশ | ১৫ পৌষ, ১৪৩১ | ৩০ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬
খুলনায় বিভাগীয় প্রতিনিধি সভা

জাতীয় সরকার গঠনের লক্ষে গণজাগরণ সৃষ্টি করতে হবে : জেএসডি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় কার্য্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহামুদ স্বপন বলেছেন, বিদ্যমান সংকট নিরসনে জাতীয় সরকার গঠনের লক্ষে দেশব্যাপী গণজাগরণ সৃষ্টি করতে হবে। ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে নিরপেক্ষ গ্রহণেযোগ্য নির্বাচন কমিশন গঠন জাতীর দাবি। লুটতরাজ, বিদেশে টাকা পাচার, মাদক ব্যবসার অবসান সর্বপরি সকল স্তরের দলীয়করণের বিরুদ্ধে দেশপ্রেমিক রাজনৈতিক দলের ঐক্য বড়ই প্রয়োজন। এজন্য গণতন্ত্রমনা দলগুলো একমঞ্চে ঐক্যবদ্ধ হয়েছে। গণআন্দোলনে সরকার পদত্যাগে বাধ্য হবে।

আজ শনিবার (১৪ মে)বেলা ১১টায় স্থানীয় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেএসডির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় সভাপতির ভাষণে তিনি একথা বলেন।

তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ এবং সয়াবিন সংকটের জন্য সরকারের সাথে সংশ্লিষ্ট অসাধু ব্যবসায়ীদের দোষারোপ করেছেন। এদের মদদ দিয়েছে সরকারি দলের একশ্রেণীর দুর্ণীতিবাজ কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্যরা।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, খুলনা জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আফম মহসিন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. জিএম মোসলেম, খুলনা নগর শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মির্জা, বাগেরহাট শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আব্দুল লতিফ, সামসুল আলম নিক্সন, তৈফিকুজ্জামান পিরাচা, যশোর শাখার কার্য্যকরী সভাপতি ফকির শওকত, সাতক্ষীরার জিল্লুর রহমান, খুলনা জেলা শাখার সদস্য স.ম. রেজাউল করিম, কামরুল ইসলাম বাবলু, মিসেস মহুয়া, মনিরুল ইসলাম, একেএম মজিবর রহমান, নীল রতন মিস্ত্রী, মনিরুদ্দিন মামুন ও জিএম সাইমুন।

শুভেচ্ছা বক্তৃতা করেন, খুলনা নগর নাগরিক ঐক্যর সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু। সভায় ১৯৭২ সাল থেকে এপর্যন্ত দলের যারা ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!