খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

জাতীয় শোক দিবসে নগর স্বেচ্ছাসেবক লীগের সভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শ ও চেতনা কে ষড়যন্ত্রকারীরা হত্যা করতে পারেনি, জীবত মুজিবের চেয়ে মৃত মুজিব আজ বেশী শক্তিশালী। আজ বাংলার ঘরে ঘরে জন্ম নিয়েছে তারই আদর্শের কর্মী। তারাই আজীবন বহন করে নিয়ে যাবেন পিতা মুজিবের আদর্শ ও চেতনাকে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তারই আদর্শের সংগঠন। আজকের এই দিনে পিতা মুজিবসহ ১৫আগস্টের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।

জাতীয় শোক দিবস উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) দলীয় কার্যালয়ে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর জেড এ মাহমুদ ডন এর পরিচালনায় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল, স্বেচ্ছাসেবকলীগ নেতা কামাল শিকদার, মোঃ শাহীন আলম, কাইয়ুম হাসান পল্টু, মোঃ জিলহাজ্ব হাওলাদার, আহমেদ ফিরোজ ইব্রাহীম তন্ময়, শেখ আব্দুল্লাহ মেজবাহ, মোঃ কামরুল ইসলাম, আশরাফুল আলম বাবু, ইসমাইল হোসেন ইমন, জামিল আহমেদ বাপ্পা, শেখ রায়হান উদ্দীন, দিদারুল আলম, রুমান আহমেদ, তাপস চৌধূরি, মোঃ আশিকুর রহমান, উজ্জ্বল মন্ডল, আমিরুল ইসলাম বাবু, হাবিবুর রহমান, হাফেজ আশিকুর রহমান, শেখ রাশেদ, শংকর কুন্ডু, গালিব হোসেন, রাহুল সরকার, আলী হোসেন, অরুপ, মো টুটুল, আবু শাহীদ, আবু হানিফ, মো: ইমরান, হোসেন, মুন্সি শামিম, মোঃ নাসির হোসেন, মোঃ মনিরুল ইসলাম, রফিক খান, আব্দুল গফ্ফার, সোহেল মিয়া, সানি, বরকত হোসেন, রাব্বি আহমেদ, তানভীর ইসলাম সাব্বির, সহ খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!