খুলনা, বাংলাদেশ | ২৪ ভাদ্র, ১৪৩১ | ৮ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে
  চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণ, দগ্ধ ১২
  নিরবচ্ছিন্নভাবে চলছে সব তৈরি পোশাক কারখানা, কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা; শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা 

গেজেট ডেস্ক

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্, খুলন জেলা শাখার আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় প্রতিযোগিতার অংশ হিসেবে শুক্রবার ( ০২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে কিশোর ও সাধারণ বিভাগের রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা কর্মসূচি জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন প্রফেসর সাধন ঘোষ।

প্রতিযোগীদের উদ্দেশ্যে কথা বলেন সম্মানিত বিচারক শিল্পী লিলি ইসলাম ও শিল্পী আজিজুর রহমান তুহিন। প্রতিযোগিতার উদ্দেশ্য ও কর্মসূচির নানা দিক নিয়ে কথা বলেন মিনা মিজানুর রহমান, নিরঞ্জন রায়, গোপাল মসিদ, কবি ইমদাদ আলি, সাব্বির কাদের, সৈয়দা সামিয়া সানম, চন্দ্রশেখর অধিকারী, নুরুন্নাহার হীরা, অরবিন্দ মৃধা, শুভ্রা সিনহা, বনানী ঘোষ প্রমুখ।

কিশোর বিভাগের প্রথমমান প্রথম স্থান পেয়েছে ঐন্দ্রিলা রায়, প্রথমমান দ্বিতীয় স্থান পেয়েছে সাদিয়া ইসলাম তিতলী ও অভ্রজিত দাস অংকন। সাধার বিভাগে প্রথমমান প্রথম স্থান পেয়েছে শ্যামা দে, প্রথমমান দ্বিতীয় হয়েছে নিশাত তামান্না মুমু ও সংযুক্তা রায়। উল্লেখ্য, খুলনা জেলা শাখা থেকে নির্বাচিত এই প্রতিযোগীরা সংগঠনের জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার বাছাইপর্বে আগামী ৭ মার্চ  বাংলাদেশ শিল্পকলা একাডেমি, শেগুন বাগিচাতে অংশগ্রহণ করবে।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!