জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্, খুলন জেলা শাখার আয়োজনে সংগঠনের কেন্দ্রীয় প্রতিযোগিতার অংশ হিসেবে শুক্রবার ( ০২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে কিশোর ও সাধারণ বিভাগের রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা কর্মসূচি জাতীয় সঙ্গীতের মাধ্যমে সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন প্রফেসর সাধন ঘোষ।
প্রতিযোগীদের উদ্দেশ্যে কথা বলেন সম্মানিত বিচারক শিল্পী লিলি ইসলাম ও শিল্পী আজিজুর রহমান তুহিন। প্রতিযোগিতার উদ্দেশ্য ও কর্মসূচির নানা দিক নিয়ে কথা বলেন মিনা মিজানুর রহমান, নিরঞ্জন রায়, গোপাল মসিদ, কবি ইমদাদ আলি, সাব্বির কাদের, সৈয়দা সামিয়া সানম, চন্দ্রশেখর অধিকারী, নুরুন্নাহার হীরা, অরবিন্দ মৃধা, শুভ্রা সিনহা, বনানী ঘোষ প্রমুখ।
কিশোর বিভাগের প্রথমমান প্রথম স্থান পেয়েছে ঐন্দ্রিলা রায়, প্রথমমান দ্বিতীয় স্থান পেয়েছে সাদিয়া ইসলাম তিতলী ও অভ্রজিত দাস অংকন। সাধার বিভাগে প্রথমমান প্রথম স্থান পেয়েছে শ্যামা দে, প্রথমমান দ্বিতীয় হয়েছে নিশাত তামান্না মুমু ও সংযুক্তা রায়। উল্লেখ্য, খুলনা জেলা শাখা থেকে নির্বাচিত এই প্রতিযোগীরা সংগঠনের জাতীয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার বাছাইপর্বে আগামী ৭ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমি, শেগুন বাগিচাতে অংশগ্রহণ করবে।
খুলনা গেজেট/কেডি