‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দুর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ পালন উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৮ আগস্ট) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য কর্মকর্তা এইচ,এম বদরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। এসময় সহকারি পরিচালক হোসনে আরা হ্যাপী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ এনামুল হকসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় আজকের এই সাংবাদিকদের সাথে মত বিনিময় ও বিভিন্ন স্থানে প্রচার প্রচারণা কার্যক্রমের মাধ্যমে মৎস্য সপ্তাহ শুরু হচ্ছে। আগামীকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তন পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, সফল মৎস্য খামারীদের পুরস্কার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শন, পুকুরের পানি ও মাটি পরীক্ষাসহ বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করা হবে।
খুলনা গেজেট/ টি আই