ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক। এই মিডফিল্ডার খেলছেন ২০১৩ সাল থেকে। জেমি ডে’র জাতীয় দলের আরও একটি প্রবাসী ফুটবলার রয়েছেন। চলতি জুনে দলভুক্ত হয়েছেন ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী। বর্তমানে বসুন্ধরা কিংসের হয়ে তিনি মালদ্বীপে এএফসি কাপ খেলেছেন। আগামী মাসে জাতীয় ফুটবল দল তিন জাতির টুর্নামেন্ট খেলবে তাজিকিস্তানে। টুর্নামেন্টের আরেক দল ফিলিস্তিন। এই টুর্নামেন্টের জন্য কোচ জেমি ডে ২৩ সদস্যের স্কোয়াডে ডেকেছেন আরও দুই প্রবাসীকে। একজন কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান এবং অন্যজন ফ্রান্স প্রবাসী নায়েব তাহমিদ ইসলাম। দুজনে সরাসরি কিরগিজস্তানে জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন। সেখানকার পারফরম্যান্সের ভিত্তিতে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য কোচ চিন্তা করবেন তাদের বিষয়ে। টুর্নামেন্টের আগে বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলবে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে। অক্টোবরে মালদ্বীপে পাঁচ দলের সাফ চ্যাম্পিয়নশিপ।
জাতীয় ফুটবল দল
গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল ও মিতুল মারমা।
ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, তপু বর্মণ, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মেহেদী হাসান ও মোহাম্মদ আতিকুজ্জামান।
মিডফিল্ডার : মাসুক মিয়া জনি, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন ও নায়েব মো. তাহমিদ ইসলাম।
স্ট্রাইকার : বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া ও রাহবার ওয়াহেদ খান।
খুলনা গেজেট/কেএম