খুলনা, বাংলাদেশ | ১১ পৌষ, ১৪৩১ | ২৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
  নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে দুই পর্যটকের মরদেহ উদ্ধার

জাতীয় দলের ক্যাম্পে এবার ফিনল্যান্ড প্রবাসী

ক্রীড়া প্রতবিদেক

বাংলাদশে জাতীয় ফুটবল দলরে র্বতমান অধনিায়ক জামাল ভূইয়া ডনের্মাক প্রবাসী। ডনের্মাক থকেে তাকে খুঁজে পয়েে জাতীয় ফুটবল দলে এখন তনিইি বড় ভরসা। কছিুদনি আগে জাতীয় মদলরে কোচ জমেি ডে কে দায়ত্বি দয়ো হয়ছেলিো প্রবাসী বাংলাদশেী আরও ফুটবলাররে খোঁজ করত।ে তমেনই একজন ফুটবলারকে পতেে যাচ্ছে বাংলাদশে। ফনিল্যান্ড প্রবাসী বাংলাদশেী কাজী তরকি রায়হান গত মৌসুমে বাংলাদশে লগিে বসুন্ধরা কংিসরে হয়ে খলেছেনে। বশি^কাপ বাঁছাই ফুটবলকে সামনে রখেে হতে যাওয়া ক্যাম্পে ডাক পতেে পারনে তরুণ ডফিন্ডোর।
বাছাইর্পবরে দ্বতিীয় র্পবরে বাকি চারটি ম্যাচরে জন্য এএফসকিে পাঠানো ৪৪ সদস্যরে তালকিায় আছনে তারকি। প্রাথমকি ক্যাম্পে সইে ৪৪ জনকইে ডাকা হতে পার।ে কাটছাঁট করে সংখ্যাটা নাময়িে আনা হতে পারে ৩৫ এও। এছাড়া বাংলাদশে পুলশিে খলো ম্যাথউিজ বাবুলও ডাক পতেে পারনে হতে যাওয়া নতুন ক্যাম্প।ে এই দুই তরুণরে ডাক পাওয়ার ব্যাপারে ইঙ্গতি পাওয়া গয়িছেে জাতীয় দলরে প্রধান কোচ জমেি ডরে কণ্ঠ।ে
বাছাইর্পবরে বাকি চারটি ম্যাচকে সামনে রখেে আগস্টরে প্রথম সপ্তাহ থকেে ক্যাম্প শুরু হতে যাচ্ছে জামাল ভূঁইয়াদরে। করোনা কালীন এই সময়ে ক্যাম্প শুরু হবে কোথায়, তা এখনো চূড়ান্ত করতে পারনেি বাফুফ।ে সময় ঘনয়িে আসার সঙ্গে সঙ্গে খলেোয়াড়দরে তালকিাও চূড়ান্ত করতে হচ্ছে জমেকি।ে অনকেদনি বাদে খলেোয়াড়রো মাঠে ফরোয় পুরনোদরে সঙ্গে পরোখ করার জন্য ডাকা হবে কয়কেজন নতুন খলেোয়াড়।

খুলনা গেজেট/রুবেল




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!