তারুন্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশহিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায়, প্রাইম ব্যাংকের সহযোগিতায় এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট আজকের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ১১.৪ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৩৭ রান করে। গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রান্ত ৬ রানে ৪ ও রাকিবুল ৮ রানে ৪ উইকেট লাভ করে।
জবাবে গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ৬.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৯ রান করে। দলের পক্ষে কল্প সর্বোচ্চ ২২ রান করে। সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাজিদুর ৩০ রানে ১ উইকেট লাভ করে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) খুলনা জিলা স্কুল বনাম ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের খেলা অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এম মিলন