খুলনা, বাংলাদেশ | ১৪ মাঘ, ১৪৩১ | ২৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রানিং স্টাফরা কর্মবিরতিতে, সারা দেশে বন্ধ হল ট্রেন চলাচল

জাতীয় দলের অধিনায়কত্ব প্রশ্নে তাসকিন যা বললেন

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলে আসর জুড়ে খবরের হেডলাইনে দুর্বার রাজশাহী। তবে আসরের বড় দল রংপুর রাইডার্সকে দুটি ম্যাচেই পরাজিত করেছে তাসকিন আহমেদের দল। মাঠের বাইরের নানা বিতর্ক থাকলেও মাঠের খেলায় নিজেদের সামর্থ্যের পুরোটাই উজাড় করেছে রাজশাহী দল।

গতকাল রংপুরকে লো-স্কোরিং এক ম্যাচে ২ রানে হারায় দুর্বার রাজশাহী। এরপর সংবাদ সম্মেলনে আসেন দলটির অধিনায়ক তাসকিন।

মাঠের বাইরে বিভিন্ন জটিকতার দিক পেছনে ফেলে মাঠেই তার নজর ছিল উল্লেখ করেন তাসকিন, ‘আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছি। যেহেতু ক্রিকেটই আমার ব্রেড এন্ড বাটার এবং প্যাশন। মাঠে আমরা উপভোগ করেছি আমরা। দেশি বিগ নেইম অত নেই ২-৩ জন ছাড়া। সবাই বলেছি, লেটস স্ট্রাইক। সবাই অনেক পজিটিভ ছিল। উপভোগ করেছি, সাহস করে করে চেঞ্জ করছি। বোলিংয়ে আসলে সাপোর্ট করেছি। চেষ্টা করেছি সেরাটা দিয়ে দেখি, এরপর কী হয়।’

জাতীয় দলের নেতৃত্ব প্রসঙ্গে তাসকিন বলেন, ‘দেরি আছে না? (হাসি) প্রসেসেই থাকি। সামনে ২ ম্যাচ আছে। ক্রিকেটের উন্নতি করে যেতে চাই। আল্লাহ যেন সুস্থ রাখে। অইগুলা নিয়ে অত ভাবছি না। সময় আসলে দেখা যাবে।’

রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলের কাছে তাসকিনকে জাতীয় দলের অধিনায়কের বিবেচনা করার প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই দেখেন (তাসকিন) সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সহ-অধিনায়ক ছিল। অনেক দিন ধরে খেলছেন। কোভিডের পর থেকে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং অনেক উন্নতি করেছেন। প্রত্যেক দিনেই উন্নতি দেখাচ্ছেন। এবারের বিপিএলে ২৪ উইকেট, সর্বোচ্চ। ঢাকা দলেও করেছে কিছু ম্যাচ গতবার। অবশ্যই বোর্ড মনে করলে তাসকিন হতে পারেন।’

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!