খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

জাতিসংঘে ‘ফিলিস্তিনবিরোধী’ অবস্থানে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনে টানা ১১ দিনের হামলায় ইসরায়েলের সংঘঠিত অপরাধ তদন্ত করতে জাতিসংঘ মানবাধিকার পরিষদের তোলা একটি প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার ভোটাভুটিতে পরিষদের বেশিরভাগ সদস্য রাষ্ট্র তদন্তের পক্ষে মত দিলেও ভারত ওইদিন ভোটদানে বিরত ছিল।

ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি ও ফিলিস্তিনের প্রতিনিধির আনা প্রস্তাব নিয়ে পুরোদিন অধিবেশন শেষে ভোটাভুটিতে পরিষদের ৪৭ সদস্য রাষ্ট্রের ফোরামের মধ্যে ২৪টি দেশ পক্ষে এবং নয়টি দেশ বিপক্ষে ভোট দেয়। আর ভোটদানে বিরত থাকে ভারতসহ ১৪টি দেশ।

এ নিয়ে এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ‘ফিলিস্তিনিদের পক্ষে’ এতদিন ভারত শক্ত অবস্থান নিয়ে বিবৃতি দিলেও গতকাল কৌশলে ভোটদানে বিরত থাকা এই ইঙ্গিত দিচ্ছে যে, ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান থেকে সরে ভারত এখন ইসরায়েলমুখী নীতি নিচ্ছে।

অথচ সংঘাত চলাকালীন গত ১৬ মে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জাতিসংঘে ভারতের স্থানীয় প্রতিনিধি বিবৃতি দিয়ে বলেছিলেন যে, ‘ফিলিস্তিনি স্বার্থের পক্ষে এবং দুই রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই সংকটের সমাধানে আমি ফের ভারতের জোরালো অবস্থান তুলে ধরছি।’

তবে গত ২০ মে জাতিসংঘ সাধারণ পরিষদের এক বৈঠকে ভারতের স্থায়ী প্রতিনিধিকে ‘ফিলিস্তিনিদের পক্ষে শক্ত অবস্থান’ শব্দবন্ধটির ব্যবহার করতে দেখা যায়নি। তিনি ওইদিন বলেন, ‘সংঘাত বন্ধ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় চলমান সব কূটনৈতিক প্রচেষ্ঠার পক্ষে ভারত।’

গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকেও তিনি আর ফিলিস্তিনিদের পক্ষে ভারতের জোরালো অবস্থানের বিষয়টি উল্লেখ না করেই বলেন, ‘দুই পক্ষের মধ্যে সরাসরি ও অর্থবহ আলোচনার মাধ্যমে দুই রাষ্ট্র সমাধান সম্ভব। এর মাধ্যমে করে ইসরায়েল ও ফিলিস্তিনিদের আকাঙক্ষা ও প্রত্যাশা পূর্ণ করা সম্ভব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করে ভারত। এতে করেও বিষয়টি নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে।

ফিলিস্তিনিদের পক্ষে এতদিন নয়াদিল্লি স্পষ্ট অবস্থান নিয়ে আসলেও এখন দেশটিতে নতুন রাজনৈতিক মেরুকরণের কারণেই সে অবস্থান থেকে সরে আসছে। ফিলিস্তিনে ইসরায়েলের অপরাধ নিয়ে আন্তর্জাতিক তদন্তের প্রস্তাবে তাইতো ভারত এমন কৌশলী অবস্থান নিয়েছে।

গতদিন ভারত ছাড়াও ভোট দেওয়া থেকে বিরত থাকা দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য ফ্রান্স, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, নেপাল, নেদারল্যান্ডস, পোলান্ড ও দক্ষিণ কোরিয়া। প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে চীন, পাকিস্তান, বাংলাদেশ, রাশিয়া। অপরদিকে যুক্তরাষ্ট্র জার্মানি, যুক্তরাজ্য, অস্ট্রিয়াসহ আরও অনেক পশ্চিমা দেশ ইসরায়েলির বিরুদ্ধে অপরাধ তদন্তের বিপক্ষে ভোট দিয়েছে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!