আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন উপলক্ষে কর্মসূচি গ্রহণের জন্য খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর ও সম্পাদকমন্ডলীর এক আলোচনা সভা আজ সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশিদ। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সুজিত অধিকারী।
আলোচনাই অংশ নেন সহ-সভাপতি বৃন্দ যথাক্রমে, এম এম মুজিবুর রহমান, এডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল, বি এম এ সালাম, মোস্তফা কামাল খোকন, এডভোকেট অধ্যাপক নিমাই চন্দ্র রায়, মো: রফিক রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ যথাক্রমে মো: সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মো: কামরুজ্জামান জামাল, এডভোকেট ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, শ্রম সম্পাদক মোজাফফর মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক মোকলেসুর রহমান বাবলু, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক খায়রুল আলম, অসিত বরন বিশ্বাস, জামিল খান প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে নিম্মে বর্নিত কর্মসূচিসমূহ গ্রহণ করা হয়।
১) সকাল ৯ টায় জেলা পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান।
২) জেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯.৩০ মিনিটে কেক কাটা ও পরবর্তী আলোচনা সভা।
৩) দলীয় কার্যালয়ে বিকাল ৪ টায় চিত্রাঙ্গন প্রতিযোগিতা ( বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ছবি), উপস্থিত বক্তৃতা (বঙ্গবন্ধুর ছেলেবেলা), রচনা প্রতিযোগিতা (বঙ্গবন্ধুর জীবনী)। এ প্রতিযোগিতায় প্রাইমারী ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা এবং রচনা প্রতিযোগিতা বিষয়ে একটি সাব কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক করা হয়েছে রফিকুর রহমান রিপনকে। এছাড়া সদস্য সচিব হয়েছেন মোকলেছুর রহমান বাবলু। অন্যান্য সদস্যরা হলেন, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, অসিত বরণ বিশ্বাস, এম এ রিয়াজ কচি, খায়রুল আলম, মোঃ পারভেজ হাওলাদার, মো ইমরান হোসেন।
এ ছাড়া জেলাধীন সকল মসজিদে দোয়া মাহফিল, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করার জন্য সকল উপজেলা আওয়ামী লীগকে অনুরোধ করা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই