খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

জাগ্রত বাসনা

আবদুস সালাম খান পাঠান

জীবনের যতো আকাঙ্খা মিটে কি সব, সবারই পার্থিব জীবনে?
নদ-নদীর প্রবাহ গতিপথ, কখন, কোথায়? ঘরবাড়ী, গাছপালা
আর, নদীপাড় ভাঙ্গন? স্রষ্টা ছাড়া কেউতো জানে না মুহূর্ত পূর্বক্ষণ,
আল্লাহভীরু মন, নির্মল-আনন্দে মূল্যবোধে আলোকোজ্জ্বল,
স্রষ্টার প্রতি ভালোবাসায় পরম সৌভাগ্যের স্থান যে-
পুণ্যবানের পারলৌকিক জীবন। ধর্মীয় জ্ঞান অন্বেষায়
শান্তি-সুখ আসে এ পার্থিব জীবনে। ধৈর্য্যগুনে মহৎ জীবন।
ইনসানিয়াত খাঁটি যাঁর, বরকতময় কল্যাণময় কর্মজীবন,
আত্মসুখ ভরা হৃদয় আরাধনায় নিয়ত স্রষ্টার স্মরণ, রজনী পোহায়ে –
উষার শুভ্র গগন। রঙিন ঐ সূর্যের কিরণ।
তাওহীদ দীক্ষা, তাকওয়াহ গড়া মানব জীবন-পুণ্যমন।
রাসূলের (সা:) আদর্শ, সুন্নাহ পালনে নিয়ত তৎপর যেজন
আনন্দ-সুখেই বাঁধাহীন, অনাড়ম্বর সুন্দর সংসার জীবন
সালাতের প্রার্থনায় যেন তওবার মাঝে খুলে যায় অশ্রুসিক্ত
দু’নয়ন। নিরাশ আঁধারে খোদা তুমিতো সহায় সর্বক্ষণ।
জাগ্রত বাসনা মাঝে শতো আকুলতা, ব্যাকুলতা –
-প্রার্থনা প্রভুর সনে। পবিত্র ক্বাবা, মক্কা মদীনা দেখেছি প্রভু তোমার
দয়া গুনে। আমার ফরিয়াদ কবুল করো প্রভু এ দীনহীনে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!