খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার চিঠি গ্রহণ করেছে দিল্লি, নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মুখপাত্র
  ২০২৫ সালে দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি ৭৬ দিন, একটানা বন্ধ ২৮ দিন
বাগেরহাটে প্রকল্প অবহিতকরণ

জলবায়ূ দুযোর্গ ঝূঁকি অর্থ ও বীমা বিষয়ক নীতিমালা নির্ধারণে কাজ করবে স্থানীয় জনগোষ্ঠী

নিজস্ব প্রতিবেদক

জলবায়ূ দুযোর্গ ঝূঁকি অর্থ ও বীমা বিষয়ক নীতিমালা নির্ধারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কাজ করবে বেসরকারি সংস্থা অ্যাওসেড। বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় Multi-Actor-Partnerships (MAPs) on Climate and Disaster Risk Finance and Insurance (CDRFI) প্রকল্পের মাধ্যমে এ কাজ করা হবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায়  কেয়ার বাংলাদেশের সহযোগিতায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

অ্যাওসেড’র নির্বাহী পরিচালক শামীম আরফীনের সঞ্চালনায় অবহিতকরণ সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।

বক্তব্য রাখেন বাগেরহাট জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হাফিজ আল- আসাদ,  কৃষি উপ-পরিচালক শঙ্কর কুমার, বাগেরহাট সদর উপজেলার ভাইস প্রেসিডেন্ট রিজিয়া পারভীন, অধ্যক্ষ খন্দকার আসিফ উদ্দীন, বগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ হায়দার, স্বদেশের নির্বহী পরিচালক কল্লোল সরকার, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো. হেদায়েৎ হোসেন, কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, সময় টিভির বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুল, বাধনের সমন্বয়কারী সোহাগ হাওলাদার , হিউম্যনিটেরিয়ান এন্ড রেজিলিয়েন্স প্রোগামের ডিরেক্টের কাইছার রেজভী, ডেপুটি ডিরেক্টর মৃত্যুঞ্জয় দাশ ।

সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাব সভাপতি নিহারঞ্জন সাহা, সাংবাদিক অলিপ ঘটক, ইনজামাম উল হক, ইসরাত জাহান প্রমুখ।

প্রকল্প উপস্থাপন করেন প্রকল্পের ম্যানেজার হেলেনা খাতুন ও হিউম্যনিটেরিয়ান এন্ড রেজিলিয়েন্স প্রোগামের টেকনিক্যার কোর্ডিনেটর হিমাদ্রি শেখর মন্ডল।

অনুষ্ঠানে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকার গৃহিত প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কোন কোন নীতিমালাকে নির্দেশ করে সম্পর্কে অবহিত করা হয়। এতে বলা হয় সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় জলবায়ু পরিবর্তনজনীত ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য বৈশি^ক ও স্থানীয় তহবিলের নায্য দাবি তুলে ধরতে Multi-Actor-Partnerships –MAP গঠন করা হবে। সরকার, সুশীল সমাজ, বেসরকারি খাত, একাডেমিয়ার প্রতিনিধি, স্থানীয় জনগোষ্ঠী এ কাঠমোকে একীভূত হবেন। যা বিপদাপন্ন জনগোষ্ঠী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের শক্তিশালী ও সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে কেয়ার বাংলাদেশের হিউম্যনিটেরিয়ান এন্ড রেজিলিয়েন্স প্রোগামের ডিরেক্টের কাইছার রেজভী তার বক্তব্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও প্রকল্পের কার্যক্রম নিয়ে কথা বলেন।

কেয়ার বাংলাদেশের হিউম্যনিটেরিয়ান এন্ড রেজিলিয়েন্স প্রোগামের ডেপুটি ডিরেক্টের মৃত্যুঞ্জয় দাশ তাঁর বক্তব্যে Climate justice, Loss& Damage, Adaptation, Mitigation, Funding Meconium অন্তর্জাতিক পর্যায়ে Global Shield এর কথা উল্লেখ করেন।

মুক্ত আলোচনায় আরো বলা হয়, সরকারের কোন দপ্তরের সাথে কোন দপ্তরের সমন্বয় নাই। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আাংশিক অবকাঠামো তৈরী করা যায়না, রাষ্ট্রের অর্থ অপচয় করা যাবে না।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!