খুলনা, বাংলাদেশ | ১৯ পৌষ, ১৪৩১ | ৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ৪ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা, তীব্র শৈত্যপ্রবাহের সঙ্গে নিম্নচাপের সম্ভাবনা : আবহওয়া অফিস
  আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘ইউপিডিএফের’ গোলাগুলি, এক সন্ত্রাসী নিহত

জলবায়ূ দুর্যোগ ঝূঁকি ও বিমা ব্যবস্থাপনায় তৃণমূল স্তরের মতামত অপরিহার্য

নিজস্ব প্রতিবেদক

জলবায়ূ দুযোর্গ ঝূঁকি অর্থায়ন ও বিমা ব্যবস্থাপনায় বাস্তব সম্মত উদ্যোগ বাস্তবায়নে তৃণমূল স্তরের মতামত অপরিহার্য। জলবায়ূ পরিবর্তন মোকাবেলায় গৃহিত আইন-নীতিমালা কতটুকু কার্যকর হচ্ছে, প্রকৃত ক্ষতিগ্রস্তরা সুফল পাচ্ছেন কিনা- এসব বিষয়ে জবাবদিহিদিতা ও স্বচ্ছতা থাকতে হবে। ঝুঁকিসমুহের বিমার অর্থায়ন ও প্রকৃত ক্ষতিগ্রস্তরা কিভাবে সরাসরি ক্ষতিপুরণ প্রাপ্তির পদ্ধতিও স্পষ্ট করতে হবে।

খুলনায় মাল্টি একক্টর পার্টিসিপেন্ট অন ক্লাইমেট এ- ডিজেস্টার রিস্ক ফিনান্স এ- ইনসুরেন্স (সিডিআরএফ) প্রকল্পে বিভাগীয় কর্মশালায় এ অভিমত তুলে ধরা হয়।

বুধবার (০৩ এপ্রিল) খুলনার একটি অভিজাত হোটেল মিলনায়তনে বেসরকারি সংস্থা অ্যাওসেড দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন পেশায় কর্মরত ব্যক্তিবর্গ, নাগরিক সমাজ, উন্নয়নকর্মী, সাংবাদিক, এনজিও প্রতিনিধিরা অংশ নেন।

অ্যাওসেড‘র প্রোগ্রাম কোর্ডিনেটর মাহাবুবুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংস্থাটির নির্বাহী পরিচালক শামীম আরফীন। বিভিন্ন পর্বে বক্তব্য উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মুজিবুর রহমান, খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ, অধ্যক্ষ কৃষিবিদ মো: ফেরদৌস, খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক রিফাত জাহান উষা, খুলনা বিভাগীয় স্বাস্থ্য অফিসের পরিচালক জোবায়ের হোসেন, খুলনা সিটি কর্পোরেশনের কাউন্সিলর আলী আকবর টিপু, খুলনা পানি অধিকার কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ববি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদিন রশীদি সুকর্ণ, ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, ইমরান হোসেন রাজীব, এম মফিদুল হক, মো: কামরুল ইসলাম লাল্টু, মো: গোলাম ফারুক, ধানসাগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান স্বপন, WHO এর প্রোগ্রাম অফিসার আসিফ আহমেদ, মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আবু হেনা মোস্তফা জামান পপলু, কালের কণ্ঠ খুলনার স্টাফ রিপোর্টার কৌশিক দে বাপী, দেশ টিভি সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, ঢাকা ট্রিবিউন মো: হেদায়েৎ হোসেন, দৈনিক প্রবাহের তালা প্রতিনিধি জুলফিকার রায়হান, শরণখোলা উপজেলা সিপিপির টীম লীডার মাহবুবুর রহমান মিন্টু, শরণখোলা প্রেস ক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় জাতীয় অভিযোজন পরিকল্পনা ন্যাশনাল অ্যাডাপটেশন প্লান (এনএপি), মুজিব ক্লাইমেট প্রোসপারেটি প্লান, ন্যাশনাললি ডিটারমাইন্ড কনট্রিবিউশন (এনডিসি) প্লান, ডেল্টা প্লান ইত্যাদি বাস্তবায়ন অংশগ্রহণমূলক করার দাবি তোলা হয়। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে শিক্ষা, কৃষি, নিরাপদ পানি, নারী, স্বাস্থ্য সেক্টরে কি ধরনের ক্ষতিকর প্রভাব পড়ছে ও এর সমাধানের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, সে ব্যাপারে সুপারিশমালা প্রনয়ণ করা হয়।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!