খুলনা, বাংলাদেশ | ৮ ফাল্গুন, ১৪৩১ | ২১ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জয় বাংলা কলেজে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

খুলনার সরকারি জয় বাংলা কলেজে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কলেজ ক্যাম্পাসে শীতের বিদায় ও বসন্তবরণ উপলক্ষ্যে শিক্ষার্থীদের সংগঠন সরকারি জয়বাংলা কলেজ সাংস্কৃতিক মঞ্চ এর উদ্যোগে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পিঠা উৎসবে বাংলার ঐতিহ্যবাহী পিঠা ও রকমারি পণ্য এবং সেবা সামগ্রীর স্টল দ্বারা পরিবেষ্টিত করা হয়।

প্রথমবার এমন বড় পরিসরে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এ উদ্যোগ সরকারি জয়বাংলা কলেজের শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী-অভিভাবক ও শুভান্যুধায়ীদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।

এতে আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা মহানগরের বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকমণ্ডলী । সার্বিক পরিচালনা করেন শীতের বিদায় ও বসন্তবরণ আয়োজক কমিটির আহবায়ক মহসিন মিঞা (সহকারী অধ্যাপক, সমাজবিজ্ঞান)। সরকারি জয়বাংলা কলেজ, খুলনা’র অধ্যক্ষ প্রফেসর ড. এস এম আলী আশরাফ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!