বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে শাহিনুর বেগম (৪২) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। এ সময় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শাহিনুর বেগমকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উভয় পক্ষের গুরুত্বর জখমীরা হলেন, জাকির হোসেন তালুকদার (৫০), তার ছেলে রবিউল ইসলাম তালুকদার (২৫), মন্টু তালুকদার (৪৮), পল্টু তালুকদার (৩৫), নান্টু তালুকদার (২৭) সহ ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের স্বামী জাকির হোসেন তালুকদার জানান, প্রতিবেশী চাচাতো ভাই মন্টু তালুকদারের সাথে সিমানা বিরোধের জের ধরে এ হামলা চালায়।
এর পূর্বে বিকেল ৫টার দিকে উপজেলার গুয়াতলা গ্রামে মারপিটে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত শাহিনুর গুয়াতলা গ্রামের জাকির তালুকদারের স্ত্রী।
মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামসুদ্দীন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মারপিটে এক নারী নিহত হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. শাহারিয়া ফাত্তাহ জানান, শাহিনুরকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
খুলনা গেজেট/কেডি