বাগেরহাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে,আনব হাসি সবার ঘরে” স্লোগান নিয়ে শনিবার (১৬ মার্চ) সকালে জেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে স্বাধীনতা উদ্যানে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের রং তুলির ছোয়ায় বঙ্গবন্ধু ও তার নানান প্রতিকৃতি ফুটে ওঠে।
পরে জেলা প্রশাসক মো. খালিদ হোসেন, বাগেরহাট জেলা শিশু কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অধ্যাপক বুলবুল কবির, জেলা কৃষক লীগের সভাপতি আবুল হাশেম শিপনসহ গণ্যমান্য ব্যক্তিগণ চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন।
এদিন বাগেরহাট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেনি থেকে ১০ শ্রেনির ১৬০ জন শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন। এছাড়া শিশু একাডেমির আয়োজনে রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়। দুপুরে জেলা প্রশাসক মো. খালিদ হোসেন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।
খুলনা গেজেট/ এএজে