জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর মূল শুমারি উপলক্ষে খুলনা-৩ (পাইকগাছা, কয়রা, দাকোপ) ডিসিসি এলাকার ইউসিসি, জোনাল অফিসার ও আইটি সুপারভাইজারদের ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন সোমবার(৩০ মে) সকাল ১০টায় পাইকগাছা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
এসময় তিনি বলেন, দেশের উন্নয়নে শুমারীর গুরুত্ব অপরিহার্য। প্রশিক্ষণ কাজের দক্ষতা বাড়ায়। আপনাদেরকে মাঠ পর্যায়ে গণনাকারীদের প্রশিক্ষণ দিতে হবে। এজন্য গুরুত্বের সাথে প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান।
মাষ্টার ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুমারি সমন্বয়কারি মোঃ বিল্লাল হোসেন। খুলনার পাইকগাছা, দাকোপ ও কয়রা উপজেলার ৩ জন উপজেলা শুমারী সমন্বয়কারি, ১৬ জন জোনাল অফিসার ও ১৬ জন আইটি সুপারভাইজার প্রশিক্ষণ গ্রহণ করছেন।
উল্লেখ্য, বিশ্বের মধ্যে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারী ও গৃহগণনা হতে যাচ্ছে। আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত একযোগে দেশব্যাপী এই শুমারি চলবে।