মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করার জন্য রেস্তোরাঁয় তৈরী হচ্ছে মাস্ক পরাটা। যা খুব অল্প সময়েই জনপ্রিয়তা পেয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ুর একটি সিটিতে।
আমরা সাধারণত পরোটা সকালের নাস্তায় বা কখনো সন্ধ্যায় বাড়িতে বা রেস্তোরাঁয় খেয়ে থাকি। যার আকৃতি হয় কোনোটা গোল কোনোটা আবার ত্রিকোণ বা চার কোণার হয়। কিন্তু এবার এসব আকার পেছনে ফেলে আলোচনায় উঠে এসেছে মাস্ক পরোটা।
আমরা জানি মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে প্রথম আমরা যে পদক্ষেপ নেই সেটি হচ্ছে এই মাস্ক পরে বাইরে যাওয়া। কিন্তু কখনও এমন মাস্কের মতো দেখতে পরোটার কথা কখনো ভেবেছেন?
সম্প্রতি তামিলনাড়ুর মাদুরাইতে টেম্পল সিটি নামের একটি রেস্তোরাঁ প্রথম মাস্ক পরোটা বানায়। তাদের দেখাদেখি এখন গোটা দেশে অনেকেই এমন দেখতে পরোটা বানাচ্ছে। এস সতীশ নামের এক শেফ এমন দেখতে পরোটা বানিয়েছিলেন। অনেকেই এই শেপ নিয়ে মজা করলেও, তিনি বলেছেন, মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করাই তার উদ্দেশ্য।
খুলনা গেজেট / এনআইআর