জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম আজ (রবিবার) খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কাঠালতলায় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের মাঝে বরাদ্দকৃত ঘর পরিদর্শন করেন। এসময় তিনি উপকারভোগীদের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন।
পরিদর্শনকালে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিকেলে সিনিয়র সচিব কে এম আলী আজম খুলনার এ্যাডমিনিষ্ট্রেটিভ কনভেনশন সেন্টারের নির্মাণ কাজ এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।তথ্যবিবরণী।
খুলনা গেজেট/কেএম