“আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা” এই স্লোগানকে সামনে রেখে গ্রাহক সচেতনতা সপ্তাহ-২০২৪ উপলক্ষে জনতা ব্যাংক পিএলসি কুয়েট কর্পোরেট শাখার উদ্যোগে গ্রাহক সমবেশে অনুষ্ঠিত হয়। বুধবার (১০ জুলাই) শাখা কার্যালয়ে অনুষ্ঠিত এ গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের খুলনা এরিয়া অফিসের উপ-মহা ব্যবস্থাপক আ,ন,ম আব্দুল হাই সিদ্দিকী।
শাখা ইনচার্জ মোঃ আঃ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ গ্রাহক সমাবেশে দিক-নির্দেশনা মূলক বক্তৃতা করেন শাখার সহকারী ব্যবস্থাপক কৌশিক শেখর, কাস্টমার এ্যাওয়ারনেস অফিসার অভিজিৎ রায় ও এরিয়া অফিসের প্রতিনিধি মোঃ হাদিউজ্জামান।
সভাপতির বক্তৃতায় ব্যাংকের শাখা ইনচার্জ মোঃ আঃ হামিদ বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক আর সে লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশ সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় জনতা ব্যাংক সপ্তাহব্যাপী গ্রাহক সচেতনতা সপ্তাহ- ২০২৪’র ৭ -১১ জুলাই পালন করছি।
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে গ্রাহকদেরকে ব্যাংকিং সেবা কিভাবে দেওয়া হচ্ছে তার উপর ডিসপ্লে প্রদর্শন করা হয়।
গ্রাহক সমাবেশে উপস্থিত হয়ে খুলনা টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক ও ভোকাল পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত বিধান চন্দ্র রায় বলেন, আমাদের কলেজের তরফ থেকে জনতা ব্যাংক পিএলসি কুয়েট কর্পোরেট শাখায় অনেকের একাউন্ট পরিচালিত হয় প্লাস শিক্ষক এবং কর্মচারীদের ব্যক্তিগত অনেক একাউন্ট এই শাখা থেকে পরিচালিত হয়। এসব ক্ষেত্রে যে সেবাগুলো দরকার আমরা অত্যন্ত দ্রুততার সাথে এই শাখা থেকে পাচ্ছি। এখানে কোন ধরনের হয়রানি বা বিড়ম্বনার কোন শিকার আমরা কখনও হয় নাই। বর্তমান ম্যানেজার মোঃ আব্দুল হামিদ শেখ যোগদানের পর থেকে অত্র শাখার সেবার মান অনেক উন্নতির দিকে যাচ্ছে বলে আমার ব্যক্তিগত অভিমত।