খুলনা, বাংলাদেশ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ
  গুলিস্তানে মিছিলের সময় আ.লীগের ১১ নেতাকর্মী আটক
  ভারতের হায়দরাবাদে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, আট শিশুসহ নিহত ১৭

জটিল রোগে আক্রান্ত গায়িকা ইমন

বিনোদন ডেস্ক

পিএমএস রোগে আক্রান্ত গায়িকা ইমন চক্রবর্তী। দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছেন তিনি। সম্প্রতি ফেসবুকে এক স্ট্যাটাসে গায়িকা নিজেই জানিয়েছেন সেই গল্প। ইমন জানান, এই রোগ থেকে বাঁচতে খাদ্যাভাসে পরিবর্তন এনেছেন, নিয়মিত শরীরচর্চাও করেন, তারপরও মুক্তি মেলেনি।

গায়িকা লিখেছেন, ‘পিএমএস মেয়েদের খুবই গুরুতর সমস্যা। নিজের যত্ন নিন। ধ্যান করুন, ব্যায়াম করুন, ভালো করে খাওয়াদাওয়া করুন। আর যদি কিছু করতে ইচ্ছে না করে, তাহলে দয়া করে কিছু করবেন না কিছুক্ষণ বিশ্রাম নিন, তারপর কাজে ফিরে আসুন। আমি অনেক দিন ধরে এই সমস্যায় ভুগছি। এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং জানি এটা সামলে উঠতে পারবো। সকল মেয়েদের জন্য শুভকামনা রইল…।’

ইমন চক্রবর্তীর এই পোস্টে তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন বহু নেটিজেন। একজন লিখেছেন, ‘একদমই ঠিক। বিশেষ করে যদি কারো ডিপ্রেশন থাকে, তাহলে পিএমএস পরিস্থিতি আরও খারাপ করে তোলে! সাবধান। আলিঙ্গন।’ আরও একজন লিখেছেন, ‘আমিও ভুক্তভোগী, খুবই সমস্যা।’ কারোর মন্তব্য, ‘PMS সত্যি বড্ড কষ্টের।’

এক নেটিজেন জানিয়েছেন, ‘একই সমস্যায় আমি ভুগেছিলাম কিন্তু একজন খুব ভালো গাইনোকোলজিস্ট এ বিষয়ে আমাকে পরামর্শ দেন। এরপরই কাটিয়ে উঠেছি। তারপর আমি মেয়ের জন্ম দিলাম। কোনো জটিলতা ছাড়াই।’

কী এই পিএমএস?
প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম (পিএমএস) হল এমন কিছু লক্ষণের সংমিশ্রণ যা অনেক মহিলা তাদের ঋতুস্রাব এক বা দুই সপ্তাহ আগে অনুভব করেন। এ বিষয়ে ৯০ শতাংশেরও বেশি মহিলা বলেন, তাদের ঋতুস্রাবের আগে কিছু লক্ষণ দেখা দেয়, যেমন পেট ফাঁপা, মাথাব্যথা এবং মেজাজ খারাপ হওয়া। কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা, পেট ব্যথা, অকারণে মন খারাপ, কান্না পাওয়ার মতো লক্ষ্মণও দেখা যায়। কারও ক্ষেত্রে পেটখারাপ, বদহজম, খাবারে অরুচির মতো উপসর্গও দেখতে যেতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে হাড়ে ব্যথা, পেশীতে টানও দেখা যায়।

অনেক মহিলাদের ক্ষেত্রে, এই লক্ষণগুলি এত তীব্র হয় যে তারা কাজ বা স্কুল মিস করেন। আবার অনেক মহিলার ক্ষেত্রে এই লক্ষণগুলি অনেকটাই কম হয়।

গড়ে ৩০ বছর বয়সী মহিলাদের ক্ষেত্রেই পিএমএস হওয়ার সম্ভাবনা বেশি থাকে।চিকিৎসকরা অনেক ক্ষেত্রেই এই লক্ষণগুলি থেকে মুক্তি দেওয়ার উপায় বলে দিতে সাহায্য করতে পারেন।

ঠিক কী কারণে পিএমএস হয় তার নির্দিষ্ট ব্য়াখ্যা দিতে পারেননি গবেষকরা। মাসিক চক্রের সময় হরমোনের মাত্রার পরিবর্তন এর মূল কারণ হতে পারে। এই পরিবর্তনশীল হরমোনের মাত্রা কিছু মহিলাকে অন্যদের তুলনায় বেশি প্রভাবিত করে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!