চুলকাঠিতে মাত্র ছয় দিনের ব্যবধানে করোনা উপসর্গ নিয়ে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। বাগেরহাট সদরের চুলকাঠি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোস্তফা ফারুক আহমেদ (৬৬) খুলনার একটি হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি ফকিরহাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
কয়েক দিন ধরে তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এই ছাড়া মাত্র ছয় দিন আগে তারই কণ্যা করোনা উপসর্গ নিয়ে মারা যায়। ছয় দিনের ব্যবধানে বাবা-মেয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফারুক আহমেদের মৃত্যুর খরব শুনে শিক্ষক সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ তার বাড়িতে ছুটে আসেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মঙ্গলবার যোহর বাদ জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
খুলনা গেজেট/এমএইচবি